ফের বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। বৃহস্পতিবার দুপুরে ফের ভয়ঙ্কর বিস্ফোরণে কেপে উঠল নৈহাটি সহ গঙ্গার ওপারে চুঁচুড়া শহরও। পুলিশি তদন্তে নৈহাটির দেবক গ্রাম থেকে উদ্ধার হওয়া বেআইনী বাজির মশলাগুলির নৈহাটি রাম ঘাটে এনে অসুরক্ষিত ভাবে নিষ্ক্রিয় করতে গিয়ে ওই বাজির মশলা ভয়ঙ্কর বিস্ফোরন ঘটে। করার কাজ করছিলো।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের শব্দে কেপে ওঠে নৈহাটি সহ গঙ্গার ওপারে অবস্থিত হুগলী জেলার চুঁচুড়া শহরও। প্রচন্ড শব্দে কেপে ওঠে নৈহাটি, হালিশহর, কাঁচড়াপারা , শ্যামনগর সহ বিস্তীর্ণ এলাকা। এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে ভেঙে পড়েছে নৈহাটি গঙ্গার তীরবর্তী রা মঘাট সংলগ্ন ১০ টি বাড়ি। এই বিস্ফোরণের আহত হয়েছেন বেশ কয়েকজন।
এই বিস্ফোরণের ফলে আহত হয়েছেন রাম ঘাট এলাকার বাসিন্দা সর্বানি মণ্ডলের ছেলে ও শশুর। সর্বানী দেবী বলেন “আমার ছোট ছেলে ঘরে ঘুমাচ্ছিল বিস্ফোরণের ফলে আমার বাড়ির অ্যাসবেস্টাসে’র চাল ভেঙে আমার ঘুমন্ত ছেলের ওপর পরে। আমার ছেলে লেপ মুড়ি দিয়ে ছিলো বলে প্রাণে রক্ষা পেলেও ওর বুকে আর হাতে ব্যাথা পেয়েছে। পাশের ঘরে আমার শশুর ছিলেন তার মাথায় লেগেছে, আমি নিজে কানে কিছু শুনতে পারছি না। গত চারদিন ধরে আমাদের এখানে বাজির মশলা নিষ্ক্রিয় করার কাজ করছে পুলিশ। এখানে বাজির মশলা নিষ্ক্রিয় করার বিষয়ে আমরা বারবার মানা করা সত্ত্বেও প্রশাসন আমাদের কোন কথা শোনে নি। আর আজ এই ধরনের ঘটনা ঘটে গেলো। আমরা এখন কোথায় যাবো। কি করবো এই শীতে। আমাদের তেমন অর্থ নেই যে আবার বাড়ি বানাবো।”
বেআইনী বাজি গুলি নিষ্ক্রিয় করতে আসা পুলিশের ওপর এই বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা এদিন চরাও হন। উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা পুলিশের চারটি গাড়িতে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স। এই বিস্ফোরণের ঘটনা জানাজানি হতেই ঘটনা স্থলে ছুটে আসেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।
তিনি এলাকা ঘুরে দেখে বলেন, “আমরা চাই সরকার যত দ্রুত সম্ভব এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিক। যে ধরনের বিস্ফোরণ ঘটেছে তা দেখে আমরা এন আই এ তদন্ত চাইছি। এখানে শুধু বাজি তৈরি হতো না অন্য কোন ঘটনা রয়েছে এর পেছনে তার সত্যতা অবশ্যই বের হওয়া উচিত। রাজ্যের বোমা বিশেষজ্ রা এই ঘটনার তদন্ত করতে ব্যর্থ।”
অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে বিধায়ক অর্জুন সিং বলেন “আমি আগেই এই ঘটনায় এনআইএ তদন্তে’র দাবি করছি। ওরা সত্য ঘটনা ধামচাপা দিতে তড়িঘরি ওই উদ্ধার হওয়া মশলা নিষ্ক্রিয় করছিলো। কিন্তু ফের বড় বিস্ফোরন ঘটলো। ওরা ওরা জানেই না কোথায় এই বিপুল পরিমাণে বাজির মশলা নিষ্ক্রিয় করতে হয়? এন আই এ তদন্ত করলে সত্য সামনে আসবে।” ” অপ্রীতিকর ঘটনা এড়াতে নৈহাটি রাম ঘাট এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।