একুশের নির্বাচনে পরাজয়ের পর থেকে দলে ভাঙন আটকানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির কাছে। যতই বিজেপি নেতৃত্ব বলে থাকুক যারা যাচ্ছে দলের ক্ষতি হবে না। কিন্তু জেলায় জেলায় যেভাবে বিজেপির ভাঙন শুরু হয়েছে বিষয়টিকে একদমই ভালো চোখে দেখছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।তাই আর দেরি না করে আজ রাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে বিশেষ বৈঠকে বসতে চলেছেন জেপি নাড্ডা। তবে সূত্রের খবর, এই বৈঠকে একদিকে যেমন দলে বেসুরোদের আটকানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আলোচনা করা হতে পারে পাশাপাশি নির্বাচনে হারের কারণ নিয়ে আলোচনা হতে পারে।
একদিকে বাবুল সুপ্রিয় মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। তারপর থেকেই দলের একাংশের মধ্যে চাপা ক্ষোভ চলছে। আবার অন্যদিকে দলের পুরোনো কর্মী সৌমিত্র খাঁ বেঁকে বসে আছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ও দলের বিরুদ্ধে মুখ খুলছেন।
এর আগে দিল্লিতে বারবার ডাক পড়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার ডাক পড়েছে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। অনুমান করা হচ্ছে, পরাজায় বিশ্লেষণের পাশাপাশি দল ছেড়ে যাওয়া নেতাদের নিয়ে এবং দল ছাড়তে যাওয়া নেতাদের নিয়ে দিলীপ ঘোষের কাছে উত্তর জানতে চাইতে পারেন জেপি নাড্ডা। তবে একুশের নির্বাচনের পর বিজেপির অন্দরে যে ঝড় উঠেছে, তা স্পষ্ট।