পাখির চোখ বাংলা! যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত বাংলায় যাতায়াত বাড়ছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের। ফের বাংলায় আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি কাটোয়ায় যাবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।
কাটোয়ার জগদানন্দপুরে যাবেন জে পি নাড্ডা। সেখানে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেবেন বিজেপি সভাপতি। ৫ জন কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন। এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। শুধু তাই নয়, এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সারার কথা রয়েছে বিজেপি সভাপতির।
উল্লেখ্য, বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। রাজ্য সরকারের বিরুদ্ধে ভুরি-ভুরি অভিযোগ তুলে ভোট-ময়দানে বিজেপি। বিহার পকেটে পুরে এবার মোদী-শাহদের টার্গেট বাংলা। সেই লক্ষ্যেই পুরো শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া-শিবির।
ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন অমিত শাহ। আগামী সপ্তাহে ফের রাজ্যে আসার কথা রয়েছে শাহের। হাওড়ার ডুমুরজলায় তিনি একটি সভাও করতে পারেন। সব কিছু ঠিকঠাক চললে চলতি মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
একদফা বঙ্গ সফর সেরে ফেরার কিছুদিনের মধ্যেই ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আগামী ৯ জানুয়ারি জেপি নাড্ডা কাটোয়ার মুস্থুলি গ্রামে সভা করবেন। ইতিমধ্যেই সভাস্থল ঘুরে দেখেছেন বিজেপি নেতারা।
জানা গিয়েছে, সেই গ্রামেই এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারবেন নাড্ডা। ইতিমধ্যেই সেই সভা ঘিরে বিজেপি শিবিরে তৎপরতা তুঙ্গে। রাজ্য নেতৃত্বের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে।
বিধানসভা ভোটের আগে একদা তৃণমূলের অন্যতম প্রধান নেতা শুভেন্দু অধিকারীকে দলে ডেনে এমনিতেই শাসক শিবিরকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরপরই বেসুরো গাইতে শুরু করেছেন তৃণমূলের একাধিক মন্ত্রী-বিধায়ক-নেতা।
যা নিয়ে ঘোর অস্বস্তিতে শাসক-শিবির। বিজেপির দাবি, আগামী কয়েকদিনের মধ্যেই আরও কয়েকজন তৃণমূলের হেভিওয়েট নেতা তাঁদের দলে যোগ দিতে পারেন। এমনিতেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে পুরোদমে মাঠে নেমে পড়েছেন। একের পর এক সভায় তীব্র বিষোদগার করছেন তাঁর পুরনো দলের।
প্রায় নিয়ম করে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের নাম না করে ‘তোলাবাজ ভাইপো’ বলেও কটাক্ষ করছেন শুভেন্দু।
এই আবহেই এবার ফের একবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নাড্ডার এবারের সফরে থাকতে পারে বেশ কিছু চমক। শাসকদল ও অন্য দল ছেড়ে আরও কয়েকজন যোগ দিতে পারেন বিজেপিতে। তবে এখনই সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি রাজ্য বিজেপির তরফে।