তৃণমূলের বিরুদ্ধে গান লেখার জন্য নচিকেতা চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেন, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ এবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন। তারমধ্যে নচিকেতা চট্টোপাধ্যায় একজন।
প্রসঙ্গত, শাসকদলের কাটমানি নিয়ে এবার গান লিখেছেন নচিকেতা। তার গাওয়া গান ইতিমধ্যেই রাজ্যের মানুষের মনে প্রভাব পড়েছে। এমনিতেই নচিকেতা জীবনমুখী ও বাস্তব জগৎ নিয়ে গান লেখার জন্য বাঙালির মনে আগেই জায়গা করে নিয়েছে। বাম আমলেও বাম সরকারের একাধিক খারাপ কাজ নিয়ে নচিকেতা গান লিখেছেন। এবার তৃণমূল আমলেও রাজ্যের শাসক দলের কাটমানি খাওয়া নিয়ে সুর বাঁধলেন তিনি।
নচিকেতার এই প্রতিবাদকে বিজেপির দুই শিল্পী সাংসদ স্বাগত জানিয়েছেন। লকেট চ্যাটার্জির পাশাপাশি বাবুল সুপ্রিয়ও স্বাগত জানিয়েছেন। সোস্যাল মিডিয়ায় ট্যুইট করে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, গানের মাধ্যমে নচিকেতা বাস্তব চিত্রটি তুলে ধরেছেন। তার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে ভুল করেন নি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।