কাবুলে বাংলার কেউ আটকে আছে কিনা সে ব্যাপারে প্রতিটি জেলার জেলাশাসককে খোঁজ নিতে নির্দেশ দিল নবান্ন। তাদের সম্পর্কে সমস্ত তথ্য যেমন, নাম, ফোন নম্বর, কারেন্ট লোকেশন জানতে হবে জেলাশাসকদের। খবর পেলেই নবান্নকে সঙ্গে সঙ্গে তা জানাতে হবে।
নবান্নের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কোনও বাসিন্দা আটকে রয়েছেন কিনা তার খোঁজ পেলে জানাতে হবে। আফগানিস্তানের কোন প্রদেশে বা কোন শহরে তাঁরা আটকে পড়েছেন, দেশে ফেরার চেষ্টা করছেন তার সমস্ত তথ্য জোগাড় করতে হবে। নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি যা তথ্য পাওয়া যাবে তার সবটাই জানাতে হবে নবান্নকে। সেই মতো উদ্ধারের চেষ্টা করা হবে।