যেদিন দিল্লির বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হল বিজেপির। সেদিনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকায় গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা করে বিপুল জনজোয়ারে ভেসে গেলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে সোনারপুরের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
Sharing glimpses of rally in support of CAA at Sonarpur. Thank you for the overwhelming support and reception. #CAAJanJagran
মিছিল শেষে অভিনন্দন যাত্রার বেশকিছু ছবি টুইটারে পোস্ট করেন প্রাক্তন রেলমন্ত্রী। ছবির সঙ্গে টুইটে তিনি লেখেন, “সোনারপুরে সিএএর সমর্থনে সমাবেশের ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অপ্রতিরোধ্য সমর্থন এবং সংবর্ধনার জন্য আপনাদের ধন্যবাদ।” প্রসঙ্গত, নাগরিক সংশোধনী আইনের সমর্থনে দেশজুড়ে অভিনন্দন যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। গত শুক্রবার দক্ষিণ কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় অভিনন্দন যাত্রা করতে গিয়ে গ্রেফতার হন। সেদিন তাদের লালবাজারে দীর্ঘক্ষণ আটকে অনেক রাতে ছাড়া হয়। এদিন কিন্তু মুকুল রায়কে কোনো ধরনের প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়নি।