অমিত শাহের ভার্চুয়াল জনসভায় পশ্চিমবঙ্গে পরিবর্তনের সুর বেঁধে দিলেন মুকুল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ভার্চুয়াল জনসভার শুরুতেই বোঝা গেল গেরুয়া শিবিরের কাছে মুকুল রায়ের সাংগঠনিক গুরুত্ব। মঙ্গলবার দিল্লিতে ভার্চুয়াল জনসভার মঞ্চে যখন অমিত শাহ হাজির হন, তখন পশ্চিমবঙ্গের মানছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ মুকুল রায়ের আসীন ছিলেন। শুরুতেই প্রথম বক্তা হিসেবে ডেকে নেওয়া হয় প্রাক্তন রেলমন্ত্রীকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্বাগত বক্তৃতা দেওয়ার আগেই বক্তৃতার জন্য মুকুল রায় (Mukul Roy) নাম ঘোষিত হয়। এদিনের ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলা রাজনৈতিক মহল। কারণ আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই সুযোগে প্রাক্তন সভাপতি সামনে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দেন মুকুল। কার্যত এদিনের ভার্চুয়াল জনসভার সুর বেঁধে দেন তিনি। পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে মুকুলই যে বিজেপির অন্যতম সেনাপতি তা এদিনের সভায় স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দায়িত্ব নিয়ে বিজেপি-কে ১৮টি আসন জিতিয়েছিলেন তিনি।

https://m.facebook.com/story.php?story_fbid=712603836219955&id=150106531736299

নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় মুকুল রায় বলেছেন “আর মাত্র নয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে। সেই জন্য আমাদের পথ দেখাতেই অমিত শাহজি এই জনসভায় হাজির হয়েছেন। তাই তার কাছ থেকে আমরা শুনব কিভাবে আমাদের পথ চলতে হবে।” এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে তার উল্লেখ করেছেন প্রাক্তন রেলমন্ত্রী। তিন তালাক বিলোপ, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও রাম মন্দির নিয়ে যে যুগান্তকারী সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে সেকথা উল্লেখ করে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন মুকুল রায়।

সম্প্রতি রাজ্যবিজেপিতে (BJP) সাংগঠনিক রদবদল হয়েছে তাতেও গুরুত্ব পেয়েছে মুকুল রায়ের মতামত। তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা নেতাদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ। মনে করা হচ্ছে, এই ভার্চুয়াল জনসভার পর হয় সংগঠনে নতুবা মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেয়া হতে পারে মুকুল রায়কে। তেমন কোনও দায়িত্ব পাওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের জন্য যে তিনি বদ্ধপরিকর তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন বিজেপির কর্মসমিতির এই সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.