৮০% হবে না, ফের সব বুথে কেন্দ্রীয় বাহিনীর জন্য সওয়াল করলেন মুকুল রায়। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার ড: আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই দাবি জানান তিনি। দ্বিতীয় দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ হলেও চোপড়ার ঘটনার জন্য রাজ্যের পুলিশকে দায়ি করেন মুকুল রায়। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বুথগুলিতে কোথাও কোনও অশান্তি হয়নি। রাজ্য পুলিশের হাতে থাকা বুথগুলিতে দ্বিতীয় দফার নির্বাচনেও অশান্তি ছড়ালো। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় দফার নির্বাচনে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান বিজেপি নেতা।
প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যে রাজ্যে আরও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে। তখন চাইলে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া কমিশনের পক্ষে সম্ভব বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য। এদিন মুকুল একই দাবি জানান স্পেশাল অবজারভার অজয় নায়েকের কাছেও।
এইসঙ্গে পুরুলিয়ায় দলীয় কর্মী খুনের সঠিক তদন্তের দাবি তোলেন মুকুল রায়। বলেন, ভোটের আগে পুরুলিয়া জেলায় এই খুন সম্পূর্ণত রাজনৈতিক ঘটনা। তাই নির্বাচন কমিশন এই খুনের জন্য সরাসরি জেলার পুলিশ আধিকারীকদের কাছে জবাবদিহি চাক।