সভার অনুমতি না দিলে মানুষের দরজায় দরজায় যাব।
রবিবার এমন মন্তব্য করলেন মুকুল রায়। ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভার পরেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মুকুল রায়। প্রত্যেক জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে যাওয়ার কথা তাঁর। তবে বাংলার সব প্রান্তে সভা করতে পারবেন কিনা সে বিষয়ে অনিশ্চিত মুকুল রায়। এদিন বিজেপির রাজ্য দফতরে তিনি বলেন, সরকার বহু জায়গায় বিজেপির সভা আটকাবে, তাই বলে প্রচার আটকাতে পারবে না। মুকুল বলেন, “ময়দান না দিলে রাস্তায় হাঁটবো। গাড়ি ও বাইকে করে প্রচার করবো। তারপরে মানুষের দরজায়, দরজায় গিয়ে প্রচার করবো। রাজ্যের মানুষের কাছে বিচার চাইবো।” তৃণমূল সরকারের অগণতান্ত্রিক ভূমিকা নিয়ে মানুষের জনমত গড়ে তুলবেন বলেও জানান মুকুল রায়।
2019-03-31