‘অরুণ জেটলির মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি’, শোকবার্তায় জানালেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতা মুকুল রায়।
নিজের টুইটারে মুকুল উল্লেখ্য করেন, ‘অরুণ জেটলির মৃত্যুসংবাদ জেনে আমি তীব্রভাবে শোকাহত।’ মুকুল রায়ের ভাষায়, ‘জেটলিজি আমার কাছে একইসঙ্গে একজন বন্ধু ও পথপ্রদর্শক ছিলেন। যে কোনও বিষয়ে তার কাছে সাহায্যের জন্য যাওয়া যেত।’
প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপি নেতার মৃত্যুতে শোকাহত মুকুল রায় লেখেন, ‘এই মহান বিজেপি নেতাকে আগামীপ্রজন্ম মনে রাখবে। ওম শান্তি’। এইসঙ্গে টুইটার হ্যান্ডেলে অরুণ জেটলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মুকুল।
উল্লেখ্য, শনিবার বেলা ১২টা ০৭ মিনিটে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৯ অগাস্ট বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে অধিকাংশ সময় ছিলেন ভেন্টিলেশনে।
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার জন্য এবার বাজেটও পেশ করতে পারেননি জেটলি। সে সময় তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীয়ূষ গোয়েল। চিকিৎসার জন্য বেশ কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।