নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগড়ে দিলেন মুকুল রায়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। মুকুল রায়ের অভিযোগ প্রথম পর্যায়ে যে সব কেন্দ্রে ভোট সেখানে এখনও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়নি। কলকাতায় ভোট অনেক পরে, অথচ সেখানে প্রতিদিনই রুটমার্চ হচ্ছে।
সোমবার সকালে বিবেক দুবে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মুকুল রায় জানান, কলকাতার নির্বাচন কমিশনের অফিস নিরপেক্ষ নয়। যার জন্য রাজ্যে নিরপেক্ষ ভোট করা অন্তরায় হয়ে উঠবে। প্রথম পর্যায়ের ভোটের কেন্দ্রগুলিতে বাহিনী পৌছায়নি। সেখানে সঠিক ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এরিয়া ডোমিনেশান করা হচ্ছে না বলে পুলিশের পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ জানান মুকুল রায়। অন্যদিকে কলকাতায় ভোট বহু দেরি। কিন্তুু কলকাতায় প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুটমার্চ করাচ্ছে কমিশন। কলকাতায় প্রতিদিন রুটমার্চ এইমুহূর্তে দরকার নেই। যেখানে দরকার কমিশন সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করাচ্ছে না বলে বিবেক দুবের কাছে অভিযোগ জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়। বাংলায় সঠিক ভাবে ভোট করাতে কমিশন দ্রুত সঠিক পদক্ষেপ করুক বলে জানান মুকুল রায়।