রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এবং বারাকপুরের পুলিস কমিশনার মনোজ বর্মা বিজেপির নতুন টার্গেট। রবিবার, ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে যে গণ্ডগোল হয়েছে সেখানে বারাকপুরের সাংসদ অর্জুন সিং গুরুতর জখম হয়েছেন। তার মাথা ফেটে যায়।
অর্জুনের দাবি, কমিশনার মনোজ বর্মা তাঁকে খুন করার চেষ্টা করেছেন। আই সি জগদ্দল তাঁকে ফোনে করে বলেন, তাঁর পুত্র ভাটপাড়ায় বিধায়ক পবন সিং অবরোধ করছেন। তাঁকে উঠে যেতে অনুরোধ করুন। অর্জুনের অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, অবরোধে লাঠি চার্জ করা হচ্ছে। তিনি তা থামাতে গেলে কমিশনার তাঁকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। বিষয়টিকে রাজনৈতিক তরজার পর্যায় নিয়ে গিয়েছে বিজেপি। শ্যামবাজার মোড়ে রাজ্য বিজেপি নেতা মুকুল রায় এবং পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, মমতা এতো সহজে অর্জুনকে খুন করতে পারবে না।
বুধবার অর্জুন-মুকুল এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের যোগ্যতা নিয়েই প্ৰশ্ন তুলেছেন। রিজয়ানুর রহমানের ছবি দেখিয়ে মুকুল বলেন, এর বিদেহী আত্মা জ্ঞানবন্টকে দেখছে। প্রসঙ্গত, রিজওয়ানূর কাণ্ডে শাস্তির মুখে পড়েছিলেন তৎকালীন কলকাতা পুলিসের ডিসি জ্ঞানবন্ত। রবিবার বারাকপুরের ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ যখন হয় , তখন সেখানে ছিলেন অর্জুন সং।
অর্জুন অভিযোগ করেছেন, বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁকে লাঠি দিয়ে মাথা ফাটিয়েছেন। আঘাতের ক্ষত দেখে উনি বুঝেছেন।
অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, বিজেপির ছোঁড়া ইটের ঘায়ে মাথা ফেটেছে অর্জুনের। সেই ইট পুলিশের উদ্দেশ্যে ছোঁড়া হয়েছিল। পুরো ঘটনার ভিডিও ফুটেজ আছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে রয়েছে। যা শুনে অর্জুন বলেন, ওর মাথা খারাপ।