উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা মুকুল রায়।
বুধবার লখনউয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলার রাজনীতির চাণক্য। ২০১৭ সালের ৩ নভেম্বর বিজেপিতে যোগদান মুকুল। তারপর থেকেই গত প্রায় দু বছর সময় ধরে নিজের কর্মপন্থা দিয়ে গেরুয়া শিবিরকে প্রভাবিত করেছেন তিনি। ফলস্বরূপ তাঁর পারফরমেন্সে গেরুয়া শিবিরের নেতারা যেমন খুশি, তেমনই মুকুলের রাজনৈতিক ক্ষুরধার বুদ্ধিকেও বাহবা দিয়েছেন মোদি-শাহ। তাই বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রাক্তন রেলমন্ত্রীর সাক্ষাৎ কোনও বিশেষ ঘটনা নয়।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব সাফল্যের জন্য মুকুল রায়কে অভিনন্দন জানিয়েছেন যোগী।
ব্যক্তিগত কাজেই লখনউ গিয়েছেন মুকুল। সেখানেই দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলেন তিনি।
পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি জিতেছে বিজেপি। এই জয়ের মুকুলের ভূমিকা অনস্বীকার্য তা মেনে নিচ্ছে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের। আপাতত ২০২১ সালে বঙ্গ মুকুলকেই সামনে রাখছেন তারা।