মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এই ঘটনায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ক্ষোভ প্রকাশ করল শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ফোন করেন বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল। ফোনেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেয় এই শিক্ষক নেতা। এ প্রসঙ্গে স্বপন মন্ডল বলেন, “গত বছর প্রায় প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। রাজ্য সরকার কিছু করতে পারেনি। এবারও প্রথম দুটি পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এভাবে শিক্ষাব্যবস্থা চলতে পারে না। আমরা আমাদের ক্ষোভের কথা শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিয়েছি।”
এদিন প্রশ্ন ফাঁস সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কোনও ছাত্র বা ছাত্রী যদি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকে, তা হলে কোনওভাবেই রেয়াত করা হবে না। তাঁর কঠোর শাস্তির ব্যবস্থা হবে। বুধবার মালদহের রতুয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগে এক ছাত্রকে আটক করে পুলিশ। ধৃতের নাম শেখ উসমান। এই গ্রেফতারের পরও কিভাবে সোশ্যাল মিডিয়ার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে তা নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন। এক্ষেত্রে কোন বড়োসড়ো চক্র কাজ করছে কিনা তা নিয়েও কোন সদুত্তর নেই প্রশাসনের কাছে।