নিমতার উত্তর দমদম নগর আর এস এসের তরফে রবিবার সকালে রুট মার্চের আয়োজন করা হয়েছিল। সেই রুট মার্চটি কালচার মোড় থেকে শুরু হয়ে নিমতা থানার পিছনে স্বরস্বতী শিশু মন্দিরের কাছে শেষ হয়।
নগর পরিক্রমায় অংশ নেওয়া সঞ্জয় কুমার মিস্ত্রী বলেন, রুট মার্চের অনুমতির জন্য শনিবার রাত আটটায় থানায় এসেছিলাম। ওইদিন রাত ৯-৩০ মিনিট পর্য্যন্ত অপেক্ষা করলাম। তবুও বড়বাবুর দেখা মিলল না। তাই বাধ্য হয়ে চলে গিয়েছিলাম। কিন্তু রুট মার্চের জন্য অনুমতির আবেদনপত্র জমা দিয়েছিলাম।
তার বক্তব্য, রুট মার্চ শেষ হবার পর চারজনকে থানায় ডেকে পাঠানো হয়। বেআইনি জমায়েতের অভিযোগে চারজন আর এস এস কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, ধৃতদের নাম প্রফেসার নির্মল কুমার মাইতি, সত্যজিৎ গাঙ্গুলি, ভোলানাথ বারুই ও চিরঞ্জিত মজুমদার।
পুলিশের দাবি,আর এস এসের কর্মসূচির অনুমতি ছিল না। অবৈধভাবে জমায়েত করেছিল। অভিযোগ উঠেছে, পুলিশের হাতে থেকে ওরা ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এমনকি সরকারি কাজে ওরা বাধাঁদানও করেছিল।