কলকাতায় একদিনে করোনায় কাবু একশোর বেশি, রাজ্যে নতুন করে আক্রান্ত ৬২৮

ভোটের বাংলায় করোনা স্বস্তি? খানিকটা কমল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেোয়া তথ্য অনুযায়ী রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমেছে। নতুন করে ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৫ হাজার ৩০৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০,৩২৭। বর্তমানে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৫৩০৩।

একদিকে চলছে টিকাকরণ অভিযান। অপরদিকে সংক্রমণে ইতি নেই। নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। নয়া সংক্রমিতের তালিকায় শীর্ষে কলকাতা। একদিনে শহর কলকাতার ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় কাবু ১৭ জন। তবে শহর কলকাতার করোনাগ্রাফ নিয়ে চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর। প্রতিদিন নানা কাজে কলকাতা শহরে জেলা থেকে বহু মানুষ আসেন। সেই কলকাতাতেই সংক্রমণ বেড়ে চলা উদ্বেগ বাড়ছে। শহর কলকাতা থেকেই এবার জেলাগুলিতেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে একাধিক রাজ্যে। যা নিয়ে ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। গোটা দেশ করোনা হানায় ভয়ঙ্কর এক বিপদের মুখে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বহু গুণে বাড়িয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশের করোনা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল বলেছেন, ‘‘দেশের করোনা পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে বদলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে, বিশেষত কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত ভয়ঙ্করভাবে উদ্বেগ বাড়িয়েছে। কোনও রাজ্য, দেশের কোনও অংশই যেন এখনই আত্মতুষ্টিতে না ভোগে।’’

দেশের চার রাজ্যের পাশাপাশি বাংলাতেও চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি সাত দফার নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রচার, জনসভা, রোড শোয়ে রাজ্যজুড়ে কোভিড প্রোটোকল শিকেয় তুলে সামিল হচ্ছেন হাজার-হাজার মানুষ। রাজনৈতিক নেতাদেরও এব্যাপারে হেলদোলহীন আচরণ প্রকাশ্যে। সেই কারণইে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মিটলে এরাজ্যেও করোনার সংক্রমণ ভয়ঙ্কর চেহারা নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.