বিগত কয়েকমাস ধরে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে না আসায় মিড ডে মিল পায়নি প্রায় ১৭০০ পড়ুয়া, সম্প্রতি এমনই অভিযোগ প্রকাশ্যে আসায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হল পুরুলিয়া জেলায়। স্কুলের প্রধান শিক্ষক স্কুলে না যাওয়ার কারণে শুধুমাত্র মিড ডে মিলের ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়নি, স্কুল পরিচালনার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে।
অভিযোগটি উঠেছে মূলত পুরুলিয়া জেলার ঝালদা-২ ব্লকের বড়রোলা উচ্চ বিদ্যালয়ে। প্রকাশ্যে আসা অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে, উক্ত স্কুলের প্রধান শিক্ষক রাজীব মাহাতো ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রায় ১৫ মাস ধরে স্কুলে যাননি। স্কুলে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ছিলেন তারালাল মুড়া। এই প্রসঙ্গে তারালাল মুড়ার দাবি, স্কুলে প্রধানশিক্ষক অনুপস্থিত থাকার কারণে বিভিন্ন ধরণের সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে…
এই ইস্যুকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ছিলেন তারালাল মুড়ার মন্তব্য, “করোনার পর যখন থেকে স্কুল খোলা হয়েছে, তখন থেকেই মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছে। প্রধানশিক্ষক অনুপস্থিত থাকার কারণেই এই সমস্যা। প্রশাসন দায়িত্ব দিলে নিশ্চয়ই আমরা মিড ডে মিল চালু করতে পারব”।