গোটা আষাঢ় মাস তো আশাতেই কেটে গেল। বর্ষা আসবে আসবে করে আর এল না। এবার শ্রাবনের পালা। দেশের বেশিরভাগ জায়গা যখন বন্যায় ভাসছে, তখন দক্ষিণবঙ্গ বৃষ্টির জন্য প্রার্থনা করছে।
তবে আপাতত দিন কয়েক ধরে একটু স্বস্তিতে আছে দক্ষিণবঙ্গবাসী। বর্ষার মৌসুমি বায়ুর প্রভাবে নাই হোক, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে।
গত সপ্তাহের শেষদিক থেকে শুরু হয় এই বৃষ্টি। আবহাওয়া দফতর সুত্রে পাওয়া খবর অনুযায়ী, এইরকমই বিক্ষিপ্ত বৃষ্টি আগামী দু-তিন দিন চলবে। নিম্নচাপ এখনও অবস্থান করছে একই জায়গায়। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। মনে করা হয়েছিল, এই নিম্নচাপও হয়তো বর্ষার পূর্বাভাস দেখিয়ে উত্তরবঙ্গের দিকে সরে যাবে। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। তাই বৃষ্টি চলবে।