ফের শহরে আসছেন রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের চালক মোহন ভাগবত। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর রাজ্যে আসছেন তিনি। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন এই নেতা। আগষ্ট মাসে দু’বার শহরে এসেছিলেন তিনি।

মূলত সাংগঠনিক কাজেই তাঁর রাজ্য সফর। আগামীদিনে যে বাংলাকেই পাখির চোখ করতে চাইছে আরএসএস, তা ইতিমধ্যে স্পষ্ট। তাই এই সফরে বিজেপির সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন ভাগবত, এমনটাই জানা গিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষের সঙ্গেও আলাদা বৈঠক করবেন তিনি।

সঙ্গত, ঘনঘন ভাগবতের পশ্চিমবঙ্গ সফরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।‌ কারণ, গত কয়েক বছরে মোহন ভাগবত এতবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন তা মনে করতে পারছেন না অতি বড় রাজনৈতিক সমালোচক।

বাংলার রাজনৈতিক মহল মনে করছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই নেতা বারবার বাংলায় আসছেন।

কেবলমাত্র হিন্দু ভোটব্যাঙ্কে ভর করেই রাজ্যে ১৮টি আসন পেয়েছে বিজেপি। সেই ভিতের ওপর পা রেখেই পশ্চিমবঙ্গ দখল করতে চায় গেরুয়া শিবিরের নেতারা। তাই বিধানসভা ভোটযুদ্ধের জমি তৈরি করতেই ভাগবতের বারবার বাংলায় আগমন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

জয় ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.