পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রায় সঙ্গে সঙ্গে আর এক প্রতিবেশী রাজ্য অসমেও শুরু হবে নির্বাচন। এই নির্বাচনী আবহের মধ্যেই আজ রবিবার এই দুই রাজ্যে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যেই আজ প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে চলেছেন বলে খবর। একই সঙ্গে হলদিয়ায় একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
মোদীর অসম আসা নিয়ে সে রাজ্যে প্রস্তুতি তুঙ্গে। মানুষের উৎসাহ দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি মোদীও। টুইটারে তাঁর আসার প্রস্তুতির ছবি শেয়ার করে তিনি লেখেন, “অসমের মানুষের এই উৎসাহ দেখে আনন্দিত। আগামীকাল আবারও অসমে যাওয়ার সুযোগ পেয়ে আমি খুশি। অসমের সর্বাত্মক উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাব।”
আরও পড়ুন – পটাশপুরে প্রহৃত বিজেপি কর্মী, হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
নিজের টুইটটিতে প্রধানমন্ত্রী কিছু ছবিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অসমের মানুষ মোমবাতি দিয়ে ‘মোদী’ লিখে রেখেছেন। অনেকেই প্রদীপ জ্বালাচ্ছেন।
অসম ও পশ্চিমবঙ্গে মোদীর আজকের প্রোগ্রাম
প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচির বিষয়ে সরকারি তথ্য বলছে, প্রধানমন্ত্রী মোদী প্রথমে অসমের সোনিতপুরে দুটি হাসপাতালের ভিত্তি প্রস্তর উন্মোচন করবেন। এছাড়া চালু করবেন ‘অসম মালা’ প্রোগ্রাম।
আরও পড়ুন – বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’-র ওটিটি স্বত্ব বিক্রির অংক শুনলে চোখ কপালে উঠবে
টুইটে মোদী জানিয়েছেন, অসম মালা প্রোগ্রামের ফলে রাজ্যের সড়ক ব্যবস্থার উন্নতি হবে। জানা গিয়েছে জেলা সড়ক ও হাইওয়ের মধ্যে সংযোগ রক্ষায় এই ‘অসম মালা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। সকাল ১১ টা ৪৫ এ অসমে এই ‘অসম মালা’ কর্মসূচি হওয়ার কথা। এরপরে বাংলায় মোদীর দুটি কর্মসূচি রয়েছে।
বিকেল ৪ টেয় হলদিয়ার জনসভা থেকে বক্তব্য রাখবেন মোদী। এরপর ৪ টে ৪৫ থেকে হলদিয়াতেই বেশি কিছু প্রকল্পের সূচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ওই অনুষ্ঠানের একটি আমন্ত্রণ পাঠানো হয়েছে।