মোদী ম্যাজিক৷ সেই ম্যাজিকেই বহু অসম্ভব সম্ভব হয়েছে৷ সেই মাহাত্ম্যের কথা তুলে ধরেই এবার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে নির্বাচনী সভা করেন মোদী৷ সেখানেই মোদী সরকারের আমলে নানা কাজের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তালিকায় ছিল বালাকোট থেকে ছিঁটমহলের সমস্যার সমাধান৷ তিনি বলেন, ‘‘অনেক অসম্ভব সম্ভব হয়েছে গত পাঁচ বছরে৷ ক্ষমতা এসে এই ধরণের আরও কাজ হবে৷’’ ভোটের প্রচারে যে তিনিই পোস্টার বয় তা আবারও বুঝিয়ে দেন এই গুজরাতি সন্তান৷

বিরোধীরা প্রশ্ন তুলেছেন৷ এদিন মোদীর কথা উঠে আসে সেই এয়ার স্ট্রাইকের কথা৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদীদের ডেরায় গিয়ে সেনারা মেরে এসেছে৷ এতদিন ভাবা যেত না৷ কিন্ত একবার নয়, গত পাঁচ বছকে দু’বার এই ধরণের কাজ হয়েছে৷ যা আগে অসম্ভব মনে হত, তাই সম্ভব হয়েছে৷’’ নয়া হিন্দুস্থান সন্ত্রাসবাদীদের মারার জন্য প্রস্তুত বলেও দাবি প্রধানমন্ত্রীর৷

প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ সভায় তিনি দাবি করেছেন ছিঁটমহল সমস্যার সমাধান করেছেন তিনি৷ এদিন প্রধানমন্ত্রী কোচবিহারে বলেন, ‘‘স্বাধীনতার পর ছিঁটমহলের মানুষগুলির কথা কেউ মনে রাখেনি৷ এই সরকারের আমলেই তাদের মুক্তি হয়েছে৷ এক্ষেত্রেও অসম্ভব সম্ভব হয়েছে৷’’ কাজের খতিয়ানেই মমতার দাবি যেন নস্যাৎ করলেন মোদী৷

এদিন তৃণমূল সহ বিরোধীদের তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷ কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দাবি জানিয়ে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ এইদিন জম্মু-কাশ্মীরের এই দাবি নিয়েও কোচবিহারে সরব ছিলেন নরেন্দ্র মোদী৷ এনসির বিরোধী জোটে থাকায় ‘পৃথক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি’র দাবি নিয়েও তৃণমূল নেত্রীর সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘যারা এই ধরণের দাবি করছে দিদি তাদের সঙ্গে হাত মিলিয়েছে৷ যার পরিণতি ভয়ঙ্কর৷’’

বিরোধী জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদীকে ক্ষমতা চ্যূত করতে মরিয়া তিনি৷ তৃণমূল সুপ্রিমোর মুখে প্রায়ই শোনা যায়, ‘‘মোদী হঠাও দেশ বাঁচাও৷’’ যাকে কটাক্ষ করে মোদীর জবাব, ‘‘বিজেপির প্রতি মানুষের সমর্থন বাড়ছে৷ যা দিদির রাগের কারণ৷ দিদি নির্বাচন কমিশনের উপর রাগ দেখাচ্ছে৷ আয়নায় নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন উনি৷ তাই এত সহজে মোদীকে হঠানো যাবে না৷’’

সম্ভব অসম্ভবের বৃত্তেই প্রধানমন্ত্রী এয়ারস্ট্রাইক নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নগুলির সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘‘ভারতীয় সেনা সন্ত্রাসীদের ডেরা ভেঙে দিচ্ছে৷ কিন্তু সুখ্যাতির বদলে তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে৷ কষ্ট হচ্ছে দিদির৷ এও এতদিন হয়নি৷ কিন্তু এবার তা হল৷ এই অসম্ভবও সম্ভব হল৷’’

সম্ভব অসম্ভবের মাঝে রয়েছেন তিনি৷ যেন বলতে চাইলেন সেই কথাই৷ প্রচারে ‘মোদী ম্যাজিকে’ই যেন নতুন করে হাজির করলেন পদ্ম শিবিরের মাসিহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.