আগামী এপ্রিল মাসের ৩ তারিখ শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকার এনজিপি স্টেশন সংলগ্ন রেলের মাঠে সভা করবেন নমো। অবশেষে সমস্যার সমাধান, মিললো মাঠ। শিলিগুড়িতে এসে সভা করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে শিলিগুড়ি শহর লাগোয়া এলাকায় মাঠ খুঁজতে মাঠে নামেন বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ি শহর লাগোয়া এসজেডিএর জমিতেই প্রধানমন্ত্রী সভা করবেন বলে ঠিক করে দার্জিলিং জেলা বিজেপি। কিন্তু সেই জমির অনুমতি মেলেনি বলে অভিযোগ করে বিজেপি। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় রেলের জমিতে সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর রেলের জমি এবং কেন্দ্রীয় জমি খুঁজতে মাঠে নামেন বিজেপি জেলা নেতৃত্ব। অবশেষে সিদ্ধান্ত হয় ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার এনজেপি স্টেশনের পেছনে রেলের একটি জমিতেই নির্বাচনী জনসভা করবেন নমো।
এই সিদ্ধান্ত হওয়ার পর তড়িঘড়ি নিরাপত্তার বন্দোবস্ত দেখতে মাঠে নামলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরত লাল মিনা এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা শনিবার দুপুরে যান মাঠ পরিদর্শনে। কোথায় রাখা হবে হাজার হাজার গাড়ি কোথায় হেলিপ্যাড বানানো হবে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী জানিয়ে দিয়েছেন প্রায় ৩ লক্ষ লোকের জনসমাগম হবে প্রধানমন্ত্রীর জনসভায়।