মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একান্তে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। কি বিষয়ে তাদের কথা হয়েছে জানা যায়নি।
মোদীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল ধনখড় বেরিয়ে এসে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।” যদিও ওয়াকিবহাল মহলের মতে এই সাক্ষাতে মোদীর সঙ্গে রাজ্যের একাধিক বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। কারণ ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
এদিকে মঙ্গলবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়। এর ঠিক পরেই দু’দিনের সফরে রাজ্যপাল ধনখড় দিল্লি রওনা দেন। সেই কারণেই তার এই দিল্লি সফরের উদ্দেশ্য নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রাজভবন সূত্রে খবর দিল্লি সফরে এসে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল দেখা করার কথা রয়েছে।
এর আগে ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ধারাবাহিকভাবে শাসকদলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই প্রেক্ষিতে তার দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল। তিনি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ মানবাধিকার কমিশনের আধিকারিকের সঙ্গেও সেই সময় দেখা করেন। কিন্তু তারপরেও মাত্র তিন সপ্তাহের মধ্যে আবার রাজ্যপালের এই দিল্লি সফর।