ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মমতা সরকারকে তোপ নরেন্দ্র মোদীর। বুধবার ব্রিগেডের সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মোদী বলেন, এ রাজ্যের মতো বাম শাসিত ত্রিপুরার হাল একটা সময় এরকমই ছিল। বামেদের হটিয়ে বিজেপি ত্রিপুরার মাটি দখল করতেই সরকারি কর্মচারীদের অবস্থার উন্নতি ঘটে। বর্তমান সময়ে ত্রিপুরার সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পেয়েছেন বলে দাবি করেন নরেন্দ্র মোদী। এমনকি বিজেপির আমলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পান বলে দাবি করেন তিনি। তাই বাংলার সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোয় বদল আনতে বিজেপিকে দরকার বলে জানান মোদী। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহার্ঘ্যভাতা নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ চলছে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে। বর্তমানে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে।
2019-04-03