ভোটের বাংলা সরগরম। শনিবাসরীয় প্রচারে মুখোমুখি মোদী-মমতা। আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তারকেশ্বরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা নমোর। বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলের নির্বাচনী সভায় প্রধান বক্তা মোদী। তারকেশ্বরে আজ সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুপুর সাড়ে বারোটা নাগাদ তারকেশ্বরে প্রথমে সভা করবেন মমতা। আজই ফের রাজ্যে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
একুশের ভোটে সরগরম বাংলা। ইতিমধ্যেই রাজ্যে দু’দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি ছ’দফার নির্বাচন। সপ্তাহের শেষ দিনে রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলবে শাসক-বিরোধী সব পক্ষ। আজ তারকেশ্বরে মোদী-মমতা মুখোমুখি। তারকেশ্বরে আজ বেলাসাড়ে বারোটা নাগাদ প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল পৌনে তিনটে নাগাদ তারকেশ্বরেই সভা করবেন নমো।
এবার তারকেশ্বরে বিজেপির প্রার্থী হয়েছেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁরই সমর্থনে আজ সবা করবেন মোদী। এরপর বিকেলে মোদীর সভা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বিকেল ৪.১৫ নাগাদ সোনারপুরে সভা নমোর। এরই পাশাপাশি আজ রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তৃতীয় দফার ভোটের আগে রাজ্যে এসে প্রচারে ঝড় তুলবেন যোগী।
বাংলার ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। মিশন-বেঙ্গলে অলআউট ঝাঁপিয়েছে বিজেপি। মোদী, শাহ, নাড্ডা থেকে শুরু করে তাবড় বিজেপি নেতারা দফায়-দফায় রাজ্যে আসছেন, প্রচার সারছেন। ইতিমধ্যেই রাজ্যে দু’দফার ভোট হয়ে গিয়েছে। দু’দফার ভোটে ভালো ফল করবে গেরুয়া শিবির, প্রত্যয়ী বিজেপি ব্রিগেড। এখনও ছ’দফার ভোট বাকি রাজ্যে। সপ্তম দফার ভোটের আগে কলকাতায় সভা, রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় ভোটের আগে জসমর্থন বাড়াতে ও দলের নেতা-কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে চলতি মাসেই ফের কলকাতায় আসার কথা নমোর।
বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে দু’দফার নির্বাচন হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ৬ এপ্রিল রাজ্যের ৩১টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।