এনআরসি ও এনপিআর নিয়ে কাজিয়ে তুঙ্গে | বেশ কিছু রাজ্যে কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে রাজ্য | দেশের কোন না কোন প্রান্তে বিক্ষোভ জারি রয়েছে এই দুই ইস্যুতে | সঙ্গে জুড়েছে সিএএ | চাপের মুখে খানিকটা সুর নরম করেছে কেন্দ্র | নাগরিকপঞ্জী বা রেজিস্টারে নাম তুলতে কি দেখাতে হবে তা নিয়ে যখন মাথা কুঁড়ে মরছে জনসাঘারণ তখন কেন্দ্রের অভয়বাণী সামনে এল | কেন্দ্রের ঘোষণা চলতি বছরে এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে সেন্সাসের কাজ তার জন্য বলতে হবে ৩১ টি সহজ প্রশ্ন বাড়ি সম্পর্কিত তথ্য,মোবাইল,টিভি,পানীয় জলের উতস,পরিবারের প্রধানের কাজ কি এই সব |
যা কিনা আগের জনগণনাতেো সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল | জনগণনার সঙ্গে সঙ্গে চলবে এনপিআরের কাজো | সেপ্টেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার | শুধু মাত্র জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের বরফাবৃত অঞ্চল গুলি ছাড়া |
সেখানে এই কাজ করার জন্য অক্টোবরের ১তারিখ ধার্য করা হয়েছে |
বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য গুলি সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে তার মধ্যে পরিবারের যানবাহন, মোবাইল ফোন,স্মার্টফোনের সংখ্যা,রেডিও ট্রানজিস্টার,ল্যাপটপ ,কম্পিউটার ,ইন্টারনেট রয়েছে কিনা তা প্রাধান্য পাবে |
বাড়িতে কটি ঘর, কি দিয়ে তৈরি , বিল্ডিং নম্বর, বাড়িটির ব্যবহার,কতজন সদস্য,তাদের মধ্যে কতজন মহিলা ও পুরুষ এসবই বিবেচ্য বলে জানানো হয়েছে | এছাড়া জিজ্ঞেস করা হবে জ্বালানী সম্পর্কে, পানীয় জল,নিকাশি ব্যবস্থা,টয়লেট সম্পর্কে | এককথায় বললে জনগণণা সঙ্গে সঙ্গে এনপিআর নিয়ে যে অহেতুক আশঙ্কার মেঘ ও তা থেকে অশান্তির সূত্রপাত,তার ভিত্তি নেই বলেই দাবি কেন্দ্রীয় সরকারের | মোদি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারতের মত যে সকল কেন্দ্রীয় প্রকল্পগুলি রয়েছে তাতে কতটা অংশ নিচ্ছে আপামর ভারতবাসী তাই একবার পরখ করে নিতে চাইছে এই জনগণনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার |