কলেজের উন্নয়নে পাঠানো সাংসদ তহবিলের টাকা কর্তৃপক্ষ গ্রহণ না করায় বিস্ফোরক বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে পাঠানো ভিডিও বার্তায় ‘মমতা বন্দোপাধ্যায় বাংলার কোন উন্নয়ন চান না’ বলে অভিযোগ করেছেন।
একই সঙ্গে তিনি আরও বলেন, উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন। এবারে সাংসদ তহবিলের বরাদ্দ অর্থ থেকে প্রথম বিষ্ণুপুর রামানন্দ কলেজের সার্বিক উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজের অধ্যক্ষা ওই টাকা নিচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন।
একই সঙ্গে বিষয়টি অত্যন্ত লজ্জার বলে দাবি করে ওই কলেজ কি ওনার পৈত্রিক সম্পত্তি নাকি প্রশ্ন তোলেন বিস্ফোরক এই বিজেপি সাংসদ। তিনি বলেন, বিজেপি সাংসদের উন্নয়নের টাকা মানেই কি এরাজ্যে অচ্ছুত। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে বড়সড় আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সোমবার বিষ্ণুপুর রামানন্দ কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। স্থানীয় সাংসদ হিসেবে সৌমিত্র খাঁ ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও আইনি জটিলতায় এই মুহূর্তে জেলায় ঢুকতে না পারায় সেখানে গরহাজির ছিলেন। তিনি তার শুভেচ্ছা পত্র সহ কলেজের উন্নয়নে সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদানের কথা জানিয়ে আপ্ত সহায়ক সুশান্ত দাঁকে ওই অনুষ্ঠানে পাঠান।
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর আপ্ত সহায়ক সুশান্ত দাঁ স্পষ্টতই বলেন, সাংসদের একজন প্রতিনিধি হিসেবে তাঁর শুভেচ্ছা বার্তা সহ কলেজের উন্নয়নে ২৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দের বার্তা নিয়ে তিনি রামানন্দ কলেজে গিয়েছিলেন। কিন্তু কলেজের অধ্যক্ষা ‘বিতর্কে জড়াতে চান না’ দাবি করে তার সঙ্গে দেখা পর্যন্ত করেননি। এই প্রথম সাংসদ হিসেবে এই কলেজে তিনি অর্থ সাহায্য করতে চেয়েছিলেন, সেই সাহায্য কলেজ কর্তৃপক্ষ ফিরিয়ে দিল বলে তিনি দাবি করেন।