২০১৫ সালে চমক দিয়েই একদা আন্দামান নিকোবরে আরএসএস প্রচারক দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি করে নিয়ে এসেছিল হিন্দু সংগঠনটি৷ তারপর মাত্র চার বছরের ব্যবধান, পঞ্চায়েত থেকে লোকসভা ভোট রাজ্যে অভূতপূর্ব রেজাল্ট করেছে বিজেপি৷ সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি সিট জিতে চমকে দিয়েছে দিলীপ ঘোষ ব্রিগেড৷
দিলীপ বাবু যতই গরমাগরম বক্তব্য রাখুন না কেন তিনি আসার পরই বাংলা বিজেপির পালে হাওয়া লেগেছে৷ এমনটাই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ স্বাভাবিকভাবেই বলা যায় বাংলা বিজেপিতে সেনাপতি নির্বাচনে সফল আরএসএস৷ এবার ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আরও কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে বিজেপি আনতে চলেছে আরএসএস৷ এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ৷ এই সপ্তদশ লোকসভা নির্বাচনে অনেকটা হঠাৎ করে রাজনীতিতে অপরিচিত কয়েকটি মুখ বিজেপির হয়ে নির্বাচন লড়েছেন৷
সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত৷ আরএসএস ঘনিষ্ট এই নেতা সপ্তদশ লোকসভা নির্বাচনে হাওড়া থেকে বিজেপির প্রার্থী ছিলেন৷ যদিও ইনি তৃণমূল সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়ে কাছে হেরে যান৷ তৃণমূলের তারকা প্রার্থী সুব্রত মুখ্যোপাধ্যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলে প্রার্থী ছিলেন৷ তাঁকে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী ড: সুভাষ সরকার৷
এছাড়াও ডঃ মৃণালকান্তিও বারাসতে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেছেন৷ বিজেপিতে আসা এই নতুন মুখগুলি আসলে আরএসএসের সঙ্গে যুক্ত৷ আরএসএসের একটি সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে৷
২০২১ বিধানসভা নির্বাচনের আগে আরএসএস থেকে আরও এক ঝাঁক হেভিওয়েট নেতা বিজেপিতে আসতে চলেছে৷ সূত্রের খবর অনুসারে এই তালিকার একদম শীর্ষে রয়েছেন যিষ্ণু বসু৷ আরএসএস দক্ষিণবঙ্গের কার্যবাহ যিষ্ণু বসু সাহা ইনস্টিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এ কর্মরত৷ অত্যন্ত শিক্ষিত এই মানুষটিকে বাংলায় বিজেপির মুখ হিসেবে দেখতে চান অনেকেই৷
সপ্তদশ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে বিজেপির অত্যন্ত ভালো রেজাল্টের অনেকটা কৃতিত্ব বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক শক্তিরও বলে মনে করেন বিজেপি নেতৃত্ব৷ বাংলার বিশ্বহিন্দু পরিষদের এই শক্ত সংগঠনের পেছনে রয়েছেন সচিন্দ্র নাথ সিনহা৷ স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন সচিন্দ্রনাথ সিনহা৷ এর পাশাপাশি আর এক আরএসএস ঘনিষ্ঠ বিধান চন্দ্র করও ২০২১-এর আগেই আরএসএস থেকে বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে৷