বিদেশি অনুপ্রবেশকারীরাই দেশে দাঙ্গা বাঁধাচ্ছে। কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে।
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন ভোটার কার্ড হারিয়ে গেলে নিকটবর্তী থানায় এফআইআর করুন।
মুখ্যমন্ত্রীত্বের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে কিভাবে কেউ এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পারান্দে। তাঁর মতে এ ধরনের মন্তব্য বিপজ্জনক।
মিলিন্দ পারান্দের মতে বাংলায় এনআরসি হবেই। তবে আমজনতার কোনো দুশ্চিন্তার কারণ নেই। শুধু এরাজ্যে যেসব মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদের এনআরসির মাধ্যমে চিহ্নিত করে এদেশ থেকে তাড়ানো হবে।
পারান্দের অভিযোগ, তৃণমূলের প্রাক্তন সাংসদ ইমরান খান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও বাংলার একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম খিদিরপুরকে মিনি পাকিস্তান বানিয়েছেন বলে মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক।