উৎসবের মরসুমে বিশেষ পরিষেবা দেয় মেট্রোরেল। বিভিন্ন ধর্মের অনুষ্ঠানেই সাধারণ মানুষে সেই সুবিধা পেয়ে থাকেন। এবার গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোটের দিনেও বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ।
দেশ জুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে। ষষ্ঠ দফায় দিল্লিতে ভোট গ্রহণ হওয়ার কথা। ওই দিনেই দিল্লিতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রো রেল।
এই বিষয়ে বৃহস্পতিবার বিবৃতি পেশ করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সেই বিবৃতিতে জানানো হয়েছে যে আগামী রবিবার অর্থাৎ ১২ মে ভোর চারটে থেকে দিল্লিতে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ভোটকর্মীরা যাতে যথা সময়ে ভোট কেন্দ্রে পৌঁছে যেতে পারেন সেই কারণে নির্ধারিত সময়ের থেকে দুই ঘন্টা আগেই চালু হয়ে যাবে মেট্রো।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে দ্বারকা সেক্টর থেকে বৈশালীগামী মেট্রো চালু হবে ভোর সাড়ে চারটে থেকে। দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ওই বিশেষ দিনে পরিষেবা শুরু প্রথম দুই ঘণ্টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। এরপরে অন্যান্য রবিবারের মতোই পরিষেবা পাওয়া যাবে দিল্লিতে।