জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায় এনকাউন্টার নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল নিহত জইশ-ই-মহম্মদ জঙ্গিদের। গুরুত্ব বিবেচনা করে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এবং শীর্ষ গোয়েন্দাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায়, জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর বান টোল প্লাজায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি। ট্রাকে লুকিয়ে কাশ্মীর উপত্যকার দিকে যাচ্ছিল জঙ্গিরা। কিন্তু, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অতন্দ্র প্রহরায় জঙ্গিদের চেষ্টা ভেস্তে গিয়েছে। ৩ ঘন্টার গুলির লড়াইয়ে খতম হয় ৪ জন জঙ্গি। তবে, ওই ট্রাকের চালক এখনও পলাতক। চিন্তার বিষয় হল, ৪ জন জঙ্গির কাছ থেকে ১১টি একে-৪৭ রাইফেল, তিনটি পিস্তল, ২৯টি গ্রেনেড এবং অন্যান্য ডিভাইস উদ্ধার হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে কাশ্মীরকে রক্তাক্ত করার পরিকল্পনা ছিল জঙ্গিদের।
2020-11-20