হিংসার পরম্পরা অব্যাহত। শেষ দফাতেও যথারীতি লেগে গিয়েছে যুদ্ধ। রবিবার ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম ঘন্টাতেই বোমাবাজি হয় মথুরাপুর লোকসভা কেন্দ্র। অভিযুক্ত শাসক দল। বিরোধীদের অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া আটকে ভোটলুটের পরিকল্পনাতেই বোমাবাজি করেছে তৃণমূল। এইসঙ্গে এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, আগের রাতেও বাড়ি বাড়ি গিয়ে বিরোধী ভোটারদের হুমকি দেওয়া হয়েছে।
রবিবার সকালে প্রথমটায় ঠিকভাবে ভোট গ্রহণ শুরু হলেও, কিছুক্ষণ পর ছবিটা পাল্টে যায় মথুরাপুরে। শুরু হয় বোমবাজি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তত্পর হলে পরিস্থিতি বদলায়।
শুধু মথুরাপুরেই নয়, বিরোধীদের অভিযোগ, শেষ দফা শুরু হতেই শাসক দলের দুষ্কৃতীরা নানাভাবে সক্রিয় হয়েছে ৯ কেন্দ্রে। তবে তারাও লড়াই ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন।