এখনও কাটেনি বৌবাজার আতঙ্ক। মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার জেরে একের পর এক ভেঙে পড়েছে পুরনো বাড়ি। ঘরছাড়া হয়েছেন প্রায় শ’পাঁচেক মানুষ। এই অবস্থাতেই ফের কেঁপে উঠল অনতিদূরের ডালহৌসি চত্বর! রবিবার সন্ধ্যেয় মাটির নীচে প্রবল বিস্ফোরণে বড় আতঙ্ক ছড়াল শহরে।
রবিবার সন্ধ্যেয় আচমকাই স্টিফেন হাউসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফাটল ধরে যায় রাস্তা জুড়ে। রবিবার ছুটির দিন হওয়ায় ফাঁকা ছিল এলাকা। তাই ভাগ্যক্রমে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের কোনও খবর নেই।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ইঞ্জিন, বম্ব স্কোয়াড এবং পুলিশ। জানা যায়, সিইএসসির পাইপ লাইনে বিস্ফোরণ হয়েছে। এর ফলে প্রায় ২০ ফুট রাস্তায় ধস নেমে যায়।
তবু সব রকমের পরীক্ষা নিরিক্ষা চালানো হয়, কোনও বোমা বা বিস্ফোরক রয়েছে কি না। স্নিফার ডগ এনেও চলে তল্লাশি। ঘটনাস্থলে এসে পৌঁছন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। তবে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরেই গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্ক চারিয়ে যায় এলাকা জুড়ে।সপ্তাহের অন্যান্য কর্মব্যস্ত দিনের সন্ধ্যেয় এই চত্বর উপচে পড়ে ভিড়ে। সে রকম কোনও দিনে এই ঘটনা ঘটলে বড় বিপর্যয়ের আশঙ্কা ছিল।