মাস্ক বাধ্যতামূলক করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সরকার। নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রামণের ছাড়িয়ে পড়া ঠেকাতে রাজ্যে সব বাসিন্দাদের মুখ এবং নাক ঢেকে রাখতে বলা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকায় মুখ এবং নাক ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রামণ এড়াতে মাস্ক অথবা প্রয়োজনে পরিষ্কার রুমাল গামছা বা দুপাট্টা ভাঁজ করে ব্যবহার করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।
করোনা সংক্রামণ রুখতে দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়,তেলেঙ্গানা,পাঞ্জাব-সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে অভিযুক্তের মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি জেলযাত্রা হতে পারে বলে স্পষ্ট জানিয় দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন। এদিন স্বাস্থ্য ভবনের মুখ্য সচিব রাজীব সিনহার করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের গঠিত টাস্কফোর্সের বৈঠক বসে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন (nabanna)সূত্রে জানা গিয়েছে।