কলকাতা বিবেকানন্দ রোডের দধীচি ভবনে, বীরগতিপ্রাপ্ত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ ও আলোচনা সভার আয়োজন করে বিবেকানন্দ পাঠচক্র। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাধক্ষ জেনারেল শংকর রায় চৌধুরী এবং উপস্থিত ছিলেন কর্ণেল সব্যসাচী বাগচি। আলোচনার বিষয় ছিল-“কাশ্মীর ভারতের, ভারতের কাশ্মীর”।
উক্ত অনুষ্ঠানে কর্ণেল বাগচী বলেন-“সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা কাশ্মীরের জন্য, কাশ্মীরিদের জন্য। কাশ্মীরিদের বিরুদ্ধে নয়। আরও বলেন, অরুন্ধতী রায়ের মত কিছু লেখিকা কাশ্মীরকে পাকিস্থনকে দিয়ে দেওয়ার কথা বলছেন। আসল এনারা পাকিস্থানি মদতপুস্ট।”
জেনারেল রায় চৌধুরী বলেন–“কাশ্মীর আমাদের ছিল, আমাদেরই থাকবে। সেনারা তাদের নিজের কাজ সঠিক ভাবেই করেছে। কিছু রাজনৈতিক দল ও তাদের নেতারা এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে পাকিস্থানের হাতই শক্ত করছে।”
পার্থ বটব্যাল