রামপুরহাট: তৃণমূলের অনেক নেতাকেই পূজো দেখতে হবে জেল থেকেই। এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শনিবার বীরভূমের বিস্তারক বর্গ কর্মসূচিতে যোগ দিয়ে রামপুরহাটে এসে তিনি নিদান দিলেন , বাড়ি ঘেরাও করে বিক্ষোভ নয়, কাটমানি যারা নিয়েছেন তাদের রাস্তায় দেখতে পেলে কান ধরে ওঠবোস করান।
বিজেপির বিস্তারক বর্গ কর্মসূচি শুরু হয়েছে। মোদি সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বিস্তারকরা। এরসঙ্গে বাড়তি দায়িত্ব হিসাবে বিস্তারকদের দলের প্রাথমিক সদস্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে । শনিবার সেই বিস্তারকবর্গ কর্মসূচিতে যোগ দিতেই রামপুরহাটে আসেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। হাসন বিধানসভার বিভিন্ন এলাকায় যান তিনি। সদস্য সংগ্রহ অভিযান, বৃক্ষরোপন করেন তিনি। দলের এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজও সারেন। এদিন রামপুরহাটে সংবাদ মাধ্যমের সামনে রাহুল সিনহা চিটফান্ড ইস্যুতেও সরব ছিলেন। একই সঙ্গে দাবি করেন, যেভাবে তদন্তকারী সংস্থার তলব শুরু হয়েছে তাতে তৃণমূলের অনেক নেতাকে এবার জেলে বসে পূজো দেখতে হবে’।
এদিন কাটমানি ইস্যুতে আক্রমন করেন শাসক দলকে। একই সংগে তিনি বলেন, “আমি জনসাধারনের কাছে অনুরোধ জানাবো যারা কাটমানি আদায় করতে গিয়ে কাটমানিখোরের বাড়িতে ঢিল পাথর ছোড়া, ভাঙচুর করবেন না আবেদন করছি। তার কারণ কাটমানি যিনি খেয়েছেন তার বাড়িতে যে শিশুরা, মহিলারা, বৃদ্ধবৃদ্ধারা আছেন তারা তো কাটমানির কারনে দোষী নয়। তাহলে তাদের ওপর অত্যাচার হবে কেন? সেকারণ কাটমানিখোরকে বাইরে ডেকে কান ধরে ওঠবোস করিয়ে ওর থেকে কাটমানি ফেরত দেওয়ার ব্যবস্থা করা জনগনের কর্তব্য। বিজেপি মানুষের পাশে থাকবে”।