অসুস্থ মায়ের সঙ্গে ছেলেকে দেখা করতে দেওয়া হচ্ছে না, মাকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে সরকার।
অসুস্থ মাকে হাসপাতালে দেখতে গেলে সিকিউরিটি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ ছোট ছেলে ও নাতির। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ছোট ছেলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তাঁর ছোট ছেলে শান্তনু ঠাকুর সাংবাদিকদের ডেকে এমনই অভিযোগ করেন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বলেন, মা বীণাপাণিদেবীর বয়স ৯৮ বছর। এই বয়সে মায়ের শরীর খারাপ বা অসুস্থ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি মায়ের পাশে থাকতেও জানতে পারলাম না যে তিনি এতোটাই অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। পরে টিভির পর্দায় জানতে হল মা অসুস্থ। পুলিশ মাকে নিয়ে গিয়েছে, কল্যাণী হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে মাকে দেখতে কল্যাণী হাসপাতালে গেলে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়া হয় আমাদের ও আমাদের মতুয়া ভক্তদের। শান্তনু ঠাকুর বলেন, অসুস্থ ঠাকুমা বীণাপাণিদেবীকে নিয়ে রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজনীতি করছে। বীণাপাণিদেবীর বয়স ৯৮ হওয়া সত্বেও রাজ্য সরকার তাঁর শতবর্ষের জন্মদিন পালন করে মতুয়া ভক্তদের সিমপ্যাথি কুড়িয়ে ভোট আদায় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ঠাকুরবাড়ি ও মতুয়াদের কাছে তৃণমূলের অস্তিত্ব শেষ। মতুয়া ভক্তরা জেনে গিয়েছে, তৃণমূল সরকার আমাদের নিয়ে রাজনীতি করছে।