কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন লেখক মণিশংকর মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব নেবেন তিনি।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম মণিশংকরের। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে শিক্ষকতা করতেন। পরে হাইকোর্ট পাড়ায় কাজ করেছেন। তবে লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত ছিলেন তিনি।
কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকর। ১৯৫৩–তে বারওয়েলের মৃত্যুর পরেই লেখালিখিতে পাকাপাকি ভাবে চলে আসেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শংকর।
এর আগে অভিনেতা রঞ্জিত মল্লিক কলকাতার শেরিফ ছিলেন।