রাত পোহালেই একুশের এপিসেন্টার নন্দীগ্রামের ভোট। তার আগে আজ সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও আরও দুটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। অন্যদিকে আজ বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডারও। সিঙ্গুরের অদূরে ধনেখালিতে সভা করবেন বিজেপি সভাপতি।
প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা করবেন মমতা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।
বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন নাড্ডা। এরপর দুপুর একটায় আরামবাগ মহকুমার পুরশুড়ায় রোড শো রয়েছে তাঁর। সেখান থেকে বেলুড় মঠ পরিদর্শনে যাবেন বিজেপি সভাপতি। তারপর হাওড়ার শিবপুরে সাংগঠনিক সভা করবেন তিনি।
গতকাল নন্দীগ্রামের শেষ সভাতেও অনেকক্ষণ সিঙ্গুর প্রসঙ্গে বলেছিলেন মমতা। তাঁর কথায়, “আমি পাঁচ বছর আগে বেচাকে (পড়ুন বেচারাম মান্না) বলেছিলাম, বুঝলি বেচা আমার না খুব সিঙ্গুরে দাঁড়াতে ইচ্ছে করে। তুই একবার মাস্টারমশাইকে বল না! রবীন ভট্টাচার্য বয়স্ক মানুষ, উনি সিট ছাড়বেন না! আমি তো আর বয়স্কদের বলতে পারি না, আপনি ছেড়ে দিন আমি দাঁড়াব।”
হতে পারে এদিন সিঙ্গুরে সেসব নিয়ে আরও বিস্তারিত বলবেন দিদি। এবার সিঙ্গুরে দিদি প্রার্থী করেছেন বেচারামকে। অন্যদিকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে মাস্টারমশাই-ই গেরুয়া শিবিরের প্রার্থী। উনিশের লোকসভার নিরিখে সিঙ্গুরে বেশ কিছুটা পিছিয়ে ছিল তৃণমূল। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে।