লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পায় ২৩ মে। তার পর এই ১ মাস ৭ দিনে এরাজ্যে প্রায় ৬৭ জন আমলাকে বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি আই এ এস, কি আই পি এস। এমন ও হয়েছে পরপর তিনদিন বিধাননগরের চারজন সিপি বদল করা হয়েছে। ইতিমধ্যেই নেত্রী বদল ঘটিয়েছেন দলীয় সংগঠনে। এবার পালা রাজনীতি বা প্রশাসনের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকা একটি কমিটির। যে কমিটির পোশাকি নাম “প্রেস অ্যাক্রেডিটেশন কমিটি”।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা এই কমিটি মূলতঃ রাজ্যের সাংবাদিকদের সরকারি বৈধতা দিয়ে থাকে। কমিটি এক বছরের জন্য গঠিত হয়, তবে গত বেশ কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রীর অন্ত্যন্ত স্নেহভাজন(?) এক সাংবাদিককে চেয়ারম্যান হিসাবে রেখে প্রায় একই কমিটি রেখে দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ মে সকালের এক ঘটনার পর শোনা যায় ঐ সাংবাদিকের সঙ্গে প্রশাসনের সর্বোচ্চ পদের একপ্রকার মুখ দেখাদেখি বন্ধ। বাস্তবিক নবান্নের ধারেকাছে এখন আর ঐ সাংবাদিককে দেখা যায় না। এদিকে ‘প্রেস অ্যাক্রেডিটেশন কমিটি’-র বৈঠক, (যেটা অন্ততঃ তিনমাসে একবার করা হয়) গত ডিসেম্বর মাসের পর আর করা হয় নি।