শুধু বিধায়কদের সঙ্গে কথা বলে ভোটার লিস্ট সংশোধনের কাজকর্মই দেখবেন তিনি। এভাবেই যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কমালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে দেওয়া হল বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে। বদলে পিসি হাতে ধরিয়ে দিলেন ভোটার লিস্ট। শনিবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “অভিষেক এবার থেকে ভোটার লিস্টের কাজ দেখবেন।” প্রসঙ্গত,২০১৪ সালে লোকসভা ভোটের ডায়মন্ড হারবার থেকে প্রথমবারের জন্য সংসদে যান মুখ্যমন্ত্রীর ভাইপো। ওই বছরই ১৭ অক্টোবর দলের যুব সংগঠনের সভাপতির দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেন মমতা স্বয়ং। সেই থেকেই দলের যুব সংগঠন নিয়ে কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর তিনেক আগে জঙ্গলমহলের জেলা বাঁকুড়া ও পুরুলিয়া পর্যবেক্ষকের দায়িত্ব দেন তাঁকে। গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে ভোটে জেতার অভিযোগ উঠেছিল বাংলা শাসকদলের বিরুদ্ধে। পুরুলিয়া ও বাঁকুড়া অভিষেকের নির্দেশেই পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হরণ হয়েছিল বলে অভিযোগ করেছিল বিরোধী দলগুলি। কিন্তু তাতেও ভাইপোর ওপর আস্থা হারাননি তৃণমূল সুপ্রিমো। কিন্তু, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার আসনে ৩ লক্ষের বেশি ভোটে অভিষেক জয়ী হয়েছেন ঠিকই। বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার মত আসনগুলোতে তাঁর নেতৃত্বেই লড়াই করেছিল দল। ৩টি আসনের একটিতেও জোড়া ফুল ফোটাতে পারেননি তিনি, বরং প্রত্যেকটি আসনেই ব্যবধান বাড়িয়ে জয়ী হয়েছেন পদ্ম প্রতীকের প্রার্থীরা। তাই আপাতত ভাইপোকে ভোটার লিস্ট ধরিয়ে কার্যত ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2019-05-25