সল্টলেকের এফডি ব্লক মনে আছে? এই এলাকায় পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী নাক সিটকেছিলেন এবং বলেছিলেন, ” ‘কী গন্ধ! বাপরে বাপ!” যে স্থানে মুখ্যমন্ত্রীর টেকা দায় হয়ে পড়েছিল, সেই স্থান আবার পেল রাজ্য সরকারের বিশ্ব বাংলা সম্মানে সেরা পরিবেশবান্ধব পুরস্কার।
সল্টলেকের এফডি ব্লকের পুজোর একাধিক উদ্যোক্তাদের মধ্যে একজন হলেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। তিনিই নিজে জানান, ” বছর থেকেই সেরা পরিবেশবান্ধব পুরস্কার দেওয়া শুরু হয়েছে। আর প্রথম বছরেই আমরা বাজিমাত করলাম। খুবই ভাল লাগছে। এই পুজোর সঙ্গে যাঁরা যাঁরা যুক্ত, এই সম্মান তাঁদের মনোবল আরও বাড়াবে”।
উল্লেখ্য, এফডি ব্লকের পুজো বিধাননগরের নামকরা পুজোগুলোর মধ্যে একটি। আর পাঁচটা বছরের মতোই স্বাভাবিকভাবে এবারেও দর্শনার্থীদের ঢল নেমেছে এফডি ব্লকের পুজো মণ্ডপে। মণ্ডপ পরিদর্শন করতে আসা এক দর্শনার্থীর বক্তব্য, “এফডি-র পুজো দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। প্রতি বছরই সপরিবার আসি এখানে। এ বারও ভীষণ ভাল করেছে। মাঠের ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গায় জায়গায় ময়লা ফেলার বাক্স রয়েছে। ব্যবস্থাপনা খুবই ভাল”।