নিরাপত্তার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের অচল অবস্থা কাটার ইঙ্গিত। নবান্নের বৈঠক সেরে জুনিয়র ডাক্তাররা জানালেন, আশা করি আগামীকাল থেকে স্বাভাবিক হবে পরিষেবা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা আশ্বস্ত। তবে এনআরএসে গিয়ে ধর্মঘট তুলছি কিনা তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করব।
প্রসঙ্গত, বহু টালবাহানার পর আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন স্বাস্থ্য মন্ত্রকের একাধিক অধিকর্তা। এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পাশপাশি বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার।