জীবদ্দশাতেই বাংলায় সিএএ দেখবেন মমতা: ভিএইচপি

নিজের জীবদ্দশাতেই রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) দেখতে হবে মমতাকে। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বারবার বলছেন, তার জীবদ্দশায় রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করতে দেবেন না। রাজ্যে সিএএ লাগু করতে গেলে তার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। সেই প্রসঙ্গেই এদিন মমতাকে কটাক্ষ করেন শচীন্দ্র নাথ। তিনি বলেন, ‘মমতা ৭৩ বছর আগে গান্ধীজির কথা মনে করিয়ে দিচ্ছেন। ১৯৪৬এর দাঙ্গার সময় গান্ধীজি বলেছিলেন, দেশভাগ আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। দেশভাগ হয়েছিল,গান্ধী জীবিতাবস্থায় তা দেখেওছিলেন। সেই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়েরও হবে। তিনি যতই হুঙ্কার দিন, সিএএ আটকাতে পারবেন না।


শচীন্দ্রনাথ বলেন, মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ, ওই পদে বসে অসাংবিধানিক কথা বলতে পারেন না। কিন্তু তিনি তাই করছেন। কেন্দ্রীয় আইনকে না মানার কথা বলছেন। এই আচরণ সংবিধান বিরোধী।
গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হওয়া তাণ্ডব প্রসঙ্গেশচীন্দ্রনাথ বলেন, “ওরা আন্দোলনকারী নয়, দাঙ্গাবাজ। আর সেই দাঙ্গাবাজদের প্রশ্রয় দিয়েছেন মমতা। ট্রেন, বাস পুড়ল, স্টেশন, কেবিনরুমে আগুন জ্বালিয়ে দেওয়া হল, পুলিশ নিষ্ক্রিয় হয়ে রইল। বাংলা জ্বলছে, আর তিনি তাতে রাজনীতির রুটি সেঁকছেন। ওঁর আচরণে বাংলার বুদ্ধিজীবীরাও বিভ্রান্ত। আর তিনি মানুষকে মিথ্যা কথা বলছেন। এই আইনে কোথাও বলা হয়নি মুসলমানদের বাংলা ছেড়ে চলে যেতে হবে। এই আইনের সমর্থনে আমরা স্পষ্ট বলছি, ধর্মীয় অত্যাচারের ফলে যে সংখ্যালঘু হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ এদেশে আসবেন, ভারত মায়ের কোল তাদের আশ্রয় দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.