অনুপ্রবেশ নিয়ে কী বলেছিলেন একবার টিভি চালিয়ে দেখুন, মমতাকে পরামর্শ অমিতের

‘‘একবার টিভি চালিয়ে দেখুন ২০০৪-০৫ সালে আপনি কী বলেছিলেন৷’’ বেআইনি অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ অমিত বললেন, ‘‘আমরাও রাজনৈতিক দল চালাই৷ কিন্তু দেশের বিষয় আসলে বিজেপির কথা চিন্তা করি না৷’’ শুধু তাই নয়, অমিত আরও বলেন, ‘‘কমিউনিস্টরা বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে৷ মমতাদি তখন সরব হয়েছেন৷ কিন্তু এখন তিনি একই কাজ করছেন৷ শুধু ভোটব্যাংক অটুট রাখার জন্য?’’

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার যে বক্তব্য রেখেছেন, তাতে তিনি সাফ জানিয়েছেন, কোনও দেশ এত অনুপ্রবেশকারী নিয়ে চলতে পারে না৷ বাংলা পূণর্গঠনের কাজ শুরু করতে হবে৷ এই বাংলা শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের পীঠস্থান৷ এই বাংলাকে ফের সোনার বাংলা করতে হবে৷ এই বাংলার পরিবর্তন চায় জনতা৷ ২০১৪ সালে মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি৷ কিন্তু ২০১৯ সালে ১৮টি আসন দিয়েছে বাংলার জনতা৷ উল্লেখ্য, সংসদে বাংলার বেআইনি অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা৷

লোকসভা নির্বাচনের মুখেই রাজ্যের ভোটারদের জাতীয় নাগরিকপঞ্জীকরণ বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (NRC) নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক বার্তা দিয়েছে৷ লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে রাজ্যে ১৮টি আসন পেয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিজেপি৷ লোকসভা নির্বাচনের আগে থেকেই নরেন্দ্র মোদী-অমিত শাহ বলে এসেছেন – পশ্চিমবঙ্গে সব থেকে বড় রাজনৈতিক ইস্যু NRC ৷

কারণ, ২০২১ সালে বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো এরাজ্যেও NRC জারি করা হবে৷ NRC নিয়ে বিজেপির যা বক্তব্য, তা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ৷

লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি বলে গিয়েছেন, ভারত ভাগ হয়েছিল ধর্মীয় কারণেই৷ তাই প্রতিবেশি দেশ থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী এবং শরণার্থী – এই দুই ভাগে ভাগ করতে চায় বিজেপি৷ সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন অমিত৷ নাগরিকত্ব বিল নিয়ে সংসদে তার অবস্থান কী হবে তা জানতে চেয়েছিলেন অমিত৷

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NRC ইস্যুটির বিরোধিতা করছেন৷ তৃণমূল কংগ্রেসের বক্তব্য, NRC-এর মাধ্যমে দেশের নাগরিকদের একঘরে করার চেষ্টা চলছে৷ সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিলের মাধ্যমে দেশের নাগরিকদের বিদেশী বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ এনআরসি বাংলা বিরোধী৷

মঙ্গলবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত বলেন, বাংলায় NRC নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ বলা হচ্ছে লাখ লাখ হিন্দুকে ভারত ছাড়তে হবে৷ মমতা দিদির সরকার মিথ্যা কথা বলছে৷ এত সংবেদনশীল বিষয়ে মজা করবেন না৷ তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, জৈন, খৃষ্টান, শিখ সকল স্মরণার্থী ভারতের নাগরিক হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.