মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে, বাঁকুড়ায় বললেন অমিত শাহ

“মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে।” বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় এসে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গের দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসছে বিজেপি।” তাঁর কথায়, “মমতা বন্দোপাধ্যায় ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন বলেই তো কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প এখানে বাস্তবায়িত হতে দিচ্ছেন না। কৃষকরা যে ৬ হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার দিচ্ছে তা এখানকার কৃষকদের পেতে দিচ্ছেন না। গরিব পরিবারগুলো ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা পারছেন না। পিছিয়ে পড়া এলাকায় মানুষ শৌচালয় বানানোর টাকা পাচ্ছেন না। অন্তত ৮০টি প্রকল্পের টাকা আটকে রেখেছে রাজ্য সরকার।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) বলেছেন, “পশ্চিমবঙ্গের মূলত দুটি জিনিস দেখতে পাচ্ছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের জন আক্রোশ। ললাট লিখন স্পষ্ট হয়ে গিয়েছে। এখানকার মানুষের নরেন্দ্র মোদির প্রতি আস্থা ভরসা দেখে বলতে পারি বাংলায় পরিবর্তন আসন্ন।” প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের মোট চারটি সাংগঠনিক আপনার সঙ্গে বৈঠক করতে শুক্রবার অবধি পশ্চিমবঙ্গে থাকবেন অমিত শাহ। এখানে তিনি সাংগঠনিক বৈঠকের পাশাপাশি নিহত বিজেপি কর্মী দের পরিবারবর্গের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে তাঁর। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা রাজ্যের ৩৫৬ ধারা জারির পক্ষে জোরালো সওয়াল করেছেন। সফরে ৩৫৬ ধারা জারি প্রসঙ্গে অমিত শাহ কি বলেন সেদিকে তাকিয়ে রাজ্য বিজেপি তথা বাংলার রাজনৈতিক মহল। কারণ জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে বেশ কয়েকটি একান্ত সাক্ষাৎকারে অমিত শাহ বিজেপি (BJP) নেতৃত্বের এই দাবিকে যথার্থ বলে ব্যাখ্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.