ঘোষণার লকডাউনের (Lockdown) দিনক্ষণ ফের বদল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে (Nabanna) শুনে রাজ্যে মোট দশ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ঘন্টাখানেক পরেই সিদ্ধান্ত বদল করে নয় দিনের লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে চূড়ান্ত তালিকা মুখ্যমন্ত্রী দিয়েছেন তাতে অগস্ট মাসে ৯ দিন রাজ্যে পুরোপুরি লকডাউন হবে। সেই তারিখ গুলি হল, ২ আগস্ট রবিবার, ৫ আগস্ট বুধবার, ৮ আগস্ট শনিবার, ৯ আগস্ট রবিবার, ১৬ আগস্ট রবিবার, ১৭ আগস্ট সোমবার, ২৩ আগস্ট রবিবার, ২৪ আগস্ট সোমবার এবং ৩১ আগস্ট সোমবার। আগের তালিকার ত্রুটি নিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
আগে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তিনি আরও জানিয়েছেন, মূলত শনি ও রবিবারই রাজ্যে পূর্ণ লকডাউন হবে। আগস্ট মাসের যে যে তারিখে পূর্ণ লকডাউন হবে বাংলায় তার তারিখ ঘোষণা করেন তিনি। সেগুলি হল, ২ ও ৫ আগস্ট, ৮ ও ৯ আগস্ট, ১৬ ও ১৭ আগস্ট, ২২ ও ২৩ আগস্ট এবং ২৯ ও ৩০ আগস্ট। কিন্তু, সেই সিদ্ধান্ত বদল করে নতুন তালিকা ঘোষণা করে দেওয়া হল।
লকডাউনের দিনক্ষণ বদল প্রসঙ্গে জানা যাচ্ছে, ২২ আগস্ট গনেশ চতুর্থী ও ২৯ আগস্ট মহরম। লকডাউন ঘোষণার পরেই নজরে আসে নবান্নের শীর্ষ কর্তাদের। তাতে মুখ্যমন্ত্রী আলোকপাত করায় তড়িঘড়ি নতুন তালিকা তৈরিতে বসেন প্রশাসনের শীর্ষ কর্তারা। শেষমেষ আবারো নতুন তালিকা প্রকাশ করে পূর্ববর্তী ঘোষণার জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।