নিজাম প্যালেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। আজ সকালে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ককে সিবিআই নিজাম প্যালেস নিয়ে আসে নারোদাকাণ্ডে তদন্তের জন্য। আজ চার্জশিট দেবে সিবিআই। নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে।
১০ টা ৪৭ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেস আসেন। তিনি নিজাম প্যালেসর ১৫ তলায় গিয়ে সিবিআইকে রীতিমতো চ্যালেঞ্জ করে বলেছেন, তাঁকে সিবিআই-র গ্রেফতার করতে হবে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দফতরের ১৫ তলায় রয়েছেন। এমনটাই জানালেন আইনজীবী অনিন্দ রাউত। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দফতর জানে না। পুরোটা না জানিয়ে করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁকে গ্রেফতার না করলে তিনি নিজাম প্যালেস ছেড়ে যাবেন না।
এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী বলেন, গতকাল এই নোটিশ হয়েছে যে এদের গ্রেফতার করা হোক। আমাদের ৪১ নোটিশ দেওয়া হয়েছে আমরা ততবার হাজিরা দিয়েছি। ভয়েস রেকর্ড করা হয়েছে, আমরা তাতেও সহযোগিতা করেছি। তাই এভাবে রেফতার করা যায়না।আর যে ধারায় গ্রেফতার করা হয়েছে তাতে জামিন হয়। তবে আজ যদি বিচারপতি না আসেন তাহলে এদের জামিন হবে না। মুখ্যমন্ত্রী এখানে এসেছেন কারণ তাঁর মন্ত্রিসভার সদস্যদের সিবিআই নিয়ে এসেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে।
মুখ্যমন্ত্রী নিজাম প্যালেস এসে দলের নেতাদের বার্তা দিয়ে বোঝালেন তিনি তাঁদের সঙ্গেই আছেন। তাছাড়া তিনি যে ভাবে সিবিআইকে চ্যালেঞ্জ করে সিবিআই দফতরে বসে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাতে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী কতটা ক্ষুব্ধ হয়েছেন এই ঘটনায়।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারণ মুখ্যমন্ত্রীর অফিস না জানিয়ে, বেআইনি ভাবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাই এই গ্রেফতারি বেআইনি। তাঁকেও গ্রেফতার করতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর উর্ধতন কর্তাদের সঙ্গে কথা বলছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ডিআইজি সিবিআই অখিলেশ কুমার সিং এর সঙ্গে কথা বলছেন বলে জানা যাচ্ছে ।