রাত পোহালেই ভোট নন্দীগ্রাম সহ রাজ্যের চার জেলার তিরিশটি আসনে। তার আগে মঙ্গলবার বেশি রাতে পূর্ব মেদিনীপুর জেলার দুই পুলিশ অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
মহিষাদেলের সিআই বিচিত্রবিকাশ রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় মহিষাদেলের নতুন সিআই শীর্ষেন্দু দাস। অপসারণ করা হয়েছে হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকেও। তাঁর জায়গায় হলদিয়ার নতুন এসডিপিও উত্তম মিত্র। প্রসঙ্গত, হলদিয়া মহকুমার মধ্যেই পরে নন্দীগ্রাম বিধানসভা।
কমিশনের নির্দেশিকায় এই দুই পুলিশ অফিসারের পাশাপাশি বালিগঞ্জের রিটার্নিং অফিসারকেও সরিয়ে দেওয়ার উল্লেখ রয়েছে। অপসারণ করা হয়েছে বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকে।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে মহিষাদেলের সিআই বিচিত্রবিকাশ রায় এবং হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যর বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তুলেছিল বিজেপি। কমিশনে দ্বারস্থ হয়ে বিজেপি নেতারা বলেছিলেন, সরাসরি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন এই পুলিশ আধিকারিকরা। অবিলম্বে তাঁদের অপসারণের দাবি তুলেছিল গেরুয়া শিবির। তারপরই দেখা গেল পদক্ষেপ করল কমিশন।