রাজ্যের হটস্পটগুলিতে লকডাউন (Lockdown) বাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র (Maharashtra) সরকার। মুম্বাই, পুণে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ এবং সোলাপুরে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হবে! সূত্রের খবর এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বিস্তারিত রিপোর্ট এর পরে জানানো হবে কেন্দ্রকে। রাজ্যের বাকি এলাকাগুলোতে লকডাউন বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। মহারাষ্ট্রে লকডাউন বাড়ানো হবে কী না তাই নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ! বৈঠকে উপস্থিত ছিলেন জল সম্পদ মন্ত্রী জয়ন্ত পাতিল, রাজস্ব মন্ত্রী বাল সাহেব ফোরাত, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং নগর উন্নয়ন মন্ত্রী একনাথ শিন্দে।
মহারাষ্ট্র মুম্বাই এ করো না পরিস্থিতি সবথেকে খারাপ,! এরপরই রয়েছে সোনাপুর ও মালগাও কোরোনা মহারাষ্ট্রে মৃতের সংখ্যাও অত্যন্ত বেশি। ইতিমধ্যেই প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে এখানে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃতদের মধ্যে ১০ জন নাভি মুম্বাই এর ! ২৫ জন মুম্বাইয়ের। পাঁচজন ঔরঙ্গাবাদ এর।